ঘোষণা

***BBC Health বাংলার ওয়েবসাইটটি সার্ভারে আগুন লাগার কারনে সাময়িক সময়ের জন্য বন্ধ আছে*** অতি শীঘ্রই মেরামত করা হবে *** আমাদের সাথে যুক্ত থাকুন***ধন্যবাদ★★★আদেশক্রমে-BBC।

অ্যালোভেরার ৮ রকমের ব্যাবহার ও উপকারিতা | 8 type of uses and benefits of aloevera.

অ্যালোভেরা প্রাকৃতিক একটি উপাদান।যার সঠিক ব্যবহারে চুল,ত্বক এমনকি শারীরিক নানা সমস্যার সমাধান। বুঝতেই পারছেন; আমি বলছি জাদুকরী ভেষজ উপাদান অ্যালোভেরার কথা!

অ্যালোভেরা

জানাবো এর ৮ রকমের ব্যবহার যাতে ভালো থাকবে আপনার ত্বক,দীর্ঘ হবে চুল এবং নিয়ম করে খেলে দূর হবে পেটের নানা রকমের অসুখ। 

  1. যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয় অ্যালোভেরা।এটি ত্বকের ভেতর থেকে ত্বককে করে ঠান্ডা ও পরিষ্কার।
  2. ত্বক নরম ও সুন্দর রাখতে নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করা প্রয়োজন।
  3. তাছাড়াও অ্যালোভেরা জেলব্যবহার করতে পারেন।বিশেষ করে এই গরমে প্রাকৃতিক ক্রিম হিসেবে হালকা এই জেল খুবই কার্যকর। 
  4. অ্যালোভেরা জেল শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করুন চুলে।এতে চুল হবে ঝলমলে, চাইলে-জেল লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করেও ধুয়ে নিতে পারেন।
  5. রোদে পুড়ে যাওয়া লালচে ত্বকে অ্যালোভেরা জেল মেখে রাখুন।নিয়মিত ব্যবহারে করলে ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে।
  6. অ্যালোভেরা জেল এর সাথে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় ও ত্বকে ঘষে, কিছুক্ষণ পর ধুয়ে ফেলবেন।খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের গোড়াও হবে মজবুত।
  7. ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রণ,দাগ,লালচে ভাব দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ভিতর থেকে বাড়ায়।
  8. অ্যালোভেরা জেল গোলাপ জলের সাথে মিশিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ  করে পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেখক :  ডাঃ আফরোজা রশীদ নিপা
এমবিবিএস, চর্ম,ত্বক ও যৌনরোগ বিভাগ
সিলেট
[বিবিসি হেলথ বাংলা]
The Writter:Dr Afruza Roshid Nipa,MBBS,Dermatology and Venereology Department, Sylhet.
{BBC Health Bangla }


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.